ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে জালাল আহমদের অভিনন্দন

হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে জালাল আহমদের অভিনন্দন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় তিনি সবাইকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান এবং কমিটির নেতৃবৃন্দদের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

জালাল আহমেদ বলেন, আমি প্রত্যাশা করি নতুন নেতৃত্ব ছাত্রদলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। দেশের বিপন্ন গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে ছাত্রসমাজ ও জনগণের অধিকার এবং গণতন্ত্র প্রতিতষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। এমনকি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবে ছাত্রদল সেই প্রত্যাশা করি।

এদিকে নতুন কমিটি ঘোষণা দেয়ায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ।

উল্লেখ্য যে, গত ৮ জুন হবিগঞ্জ জেলা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি শাহ রাজিব রিংগন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ