ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

৭ নম্বর ওয়ার্ডের হুমকি পাওয়া সেই প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের

৭ নম্বর ওয়ার্ডের হুমকি পাওয়া সেই প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সায়ীদ মো. আবদুল্লাহর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান কাউন্সিলর ও সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁনের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বিমানবন্দর থানার পুলিশ।

এবার সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হুমকি পাওয়া সায়ীদ মো. আবদুল্লাহকে প্রধান আসামী করে ১৭ জনের নামে মামলা দায়ের হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়।

রোববার (১১ জুন) রাতে বিমানবন্দর থানায় এই মামলা দায়ের করেন সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শাহানুর আলম।

মামলার এজহারে আসামিকরা হয়েছে- বনকলাপাড়া (দিঘীরপাড়) এলাকার মৃত তখলিছুর রহমানের ছেলে সাঈদ আব্দুল্লাহ (৩৬), পশ্চিম পীর মহল্লার ঐক্যতান ২২০ নং বাসার আব্দুল খালিকের ছেলে আবুল কালাম মাস্টার (৪৫), বনকলাপাড়া নূরানী ১০৪/৩ নং বাসার কাজী মিজান (২৯), পশ্চিম পীরমহল্লা ৩৬ নং বাসার সন্দু মিয়ার ছেলে জুনেদ আহমদ (৩৫), অগ্রণী আ/এ এলাকার গেসু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬), বনকলাপাড়া এলাকার শাহীন (৩০), একই এলাকার ৮২ নং গলির মুমিন মিয়ার ছেলে রাজন আহমদ, কানাইঘাটের ভাল্লুকমারা গ্রামের মৃত তাহের আলীর ছেলে আলাউদ্দিন (৩৭), বকলাপাড়া এলাকার নূরানী ৪৭ নং বাসার ছবের মিয়া (৩৪), একই এলাকার নূরানী ৬৮/১ নং বাসার মনির উদ্দিনের ছেলে এমাদ উদ্দিন সুয়েব (৩৩), বাগেরহাটের বড় বাদুড়া গ্রামোর মৃত নুরুল ইসলামের ছেলে মতিউর রহমান মৃধা (৪২), বনকলাপাড়া এলাকার নূরানি ৮৩/২৫ নং বাসার মীর হোসেন ভূইয়ার ছেলে আমিন মিয়া (৩২), একই এলাকার নূরানি ৪০ নং বাসার আল আমিন (২৮)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) সুদিপ দাস বলেন, বিমানবন্দর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ