ইউকে রবিবার, ১ অক্টোবর ২০২৩
হেডলাইন

সিলেট মোবাইল পাঠাগারের ৮২১তম সাহিত্য আসর সম্পন্ন

সিলেট মোবাইল পাঠাগারের ৮২১তম সাহিত্য আসর সম্পন্ন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮২১ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গত ১০ জুন শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক, প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল। পঠিত লেখার উপর আলোচনা করেন, ছড়াকার কবির আশরাফ।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, গীতিকার সাজিদুর রহমান, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com