ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পক্ষে মাঠে বিএনপির নেতাকর্মীরা

Pic 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বর্তমান আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেয় বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় সোমবার রাতে বিএনপির ৪৩ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, “১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে কারাভোগ করছেন। বিএনপি এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ দলের সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে দলীয় বড় সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। গুম, খুন ও সরকারি পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছে এমন পরিবারসহ গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। এবং গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।”
এমন নোটিশের পরও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সহ জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রচার প্রচারণা চালিয়ে যেতে দেখা গেছে। দলের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সিসিক নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা চালানো নেতাকর্মীদেরও কপালে যে দুঃখ রয়েছে তারা সেটা অনুধাবন করছেন না।
অভিযোগ আছে, সিসিকের ১৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিল ও কাউন্সিল পদপ্রার্থী আব্দুল মুহিত জাবেদ নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত। তার ট্রাক্টর গাড়ি মার্কা প্রতীকের বিজয়ের জন্য প্রকাশ্যে কাজ করছেন সিলেট জেলা সেচ্ছাসেবক দলের
আহবায়ক কমিটির সদস্য ও ১৬নং ওয়ার্ড বিএনপির সদস্য রজব আহমদ, সালেহ আহমদ, মহানগর বিএনপির সদস্য স্বপন আহমদ, ১৬নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি মির্জা লিটন, সিনিয়র সহ-সভাপতি হারুন আহমদ, ইকরাম, সহ-সভাপতি আবিদ আহমদ, সাবেক সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক রোম্মান আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক হান্নান আহমদ, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সদস্য রুবেল আহমদ, মুরাদ আহমদ, শাহীন আহমদ, কবির খাঁন, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক সুহেল আহমদ, শ্রমীক কল্যাণ ফেডারেশন সাবেক সাধারণ সম্পাদক মিজান আহমদ, সাবেক ছাত্রদল নেতা রমিজ আহমদ, মিনহাজ আহমদ ও মন্টাই প্রমুখ।

এ বিষয়ে কথা হয় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সাথে। তিনি বলেন – সিসিক নির্বাচনের মাঠে বিএনপির যেসব নেতাকর্মী রয়েছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ