ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বানিয়াচংয়ে তথ্য অধিকার আইন এর জনঅবহিতকরণ সভা

বানিয়াচংয়ে তথ্য অধিকার আইন এর জনঅবহিতকরণ সভা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বানিয়াচংয়ে তথ্য অধিকার আইন ২০০৯ এর জনঅবহিতকরণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) সকাল ৯টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক ( গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড.মো: আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। প্রশিক্ষণ ও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক,জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান,পল্লী বিদ্যুৎ ডেপুটি জোনাল ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ, হিসাবরক্ষণ কর্মকর্তা লিটন দাস, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন,পিআইও মলয় কুমার দাস, বিআরডিভি কর্মকর্তা মিজানুর রহমান ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, তথ্য আপা নুপুর মোহন্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,প্রধান শিক্ষক জাকির হোসেন, হেমায়েত আলী খান, জাকির হোসেন মহসিন, মহিবুর রহমান, মুখলিছুর রহমান তালুকদার, কর্মশালার জানানো হয় তথ্য অধিকার আইনের বৈশ্বিক সূচকে বাংলাদেশ ২৭ নম্বরে রয়েছে।

উপমহাদেশের মধ্যে আফগানিস্তান রয়েছে এক নম্বরে, চতুর্থ স্থানে শ্রীলঙ্কা এবং অষ্টম স্থানে রয়েছে ভারত। অবাধ তথ্য প্রবাহের যুগে তথ্য আটকানো যাবেনা।  আইনে আছে রাষ্ট্রের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে পড়বে এ রকম বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে তথ্য আটকানো যাবেনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ