
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে প্রতিবন্ধী ১৪ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ইসমাইল মিয়া। সে টুকেরগাঁও পূর্ব পাড়া এর মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় ধলাই নদীর টুকের বাজারের বাঁশ বাজার অংশের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ইসমাইল মিয়া বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। সোমবার দুপুর ১২টায় ঘর থেকে বের হয় সে। রাতে আর বাসায় ফেরেনি। এর আগেও কয়েকবার ২/১ দিনের জন্য হারিয়ে গেলেও পরে আবার ফিরে আসে ইসমাইল। যার জন্য তার পরিবার থানাপুলিশকে হারিয়ে যাওয়ার সংবাদটি জানায়নি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয়রা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় এলাকার মসজিদের মাইকে লাশ পাওয়ার বিষয়টি এলান দিলে ইসমাইলের পরিবারের লোকজন এসে তার লাশ সনাক্ত করেন। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমে সে নদীতে গোসল করতে নেমেছিল। প্রতিবন্ধী হওয়ায় সে আর নদী থেকে উঠতে না পারায় হয়তো তার মৃত্যু হয়েছে।