ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

উন্নত বিশ্বের আদলে আধুনিক সিলেট নগরী গড়তে চাই: মাওলানা মাহমুদুল হাসান

MAHMUDUL HASAN PHOTO 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সিলেট শহরকে সুন্দর করে সাজানোর আমার আধুনিক পরিকল্পনা রয়েছে। আমি যদি আপনাদের মূল্যবান ভোট ও দোয়া সহযোগিতায় নির্বাচিত হই তাহলে সিলেট শহরকে উন্নত বিশ্বের আদলে একটি পরিপূর্ণ আধুনিক উন্নত নগরী হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন সততা ও ইনসাফের মাধ্যমে কাজ করে সিলেটকে সর্বোচ্চ উন্নত নগরী হিসেবে সাজাবো। আমি এ নগরীর সন্তান এখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। এখানে আমি বসবাস করি। বাহিরে আমার কোনো নিবাস নেই। অমি অতিথি হয়ে আসিনি বসস্তের কোকিল নই। আমি আমার নিজের আপন শহর হিসাবে সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাল্লাহ।

তিনি শনিবার (৩ জুন) নগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড দক্ষিণ সুরমা এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মিছবাহ উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল বাসিত প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ