ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

IMG 20230603 WA0001 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শুক্রবার (২ জুন) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কতিপয় বিতর্কিত ব্যাক্তি ও এনজিও পরামর্শে হিন্দু শাস্ত্রীয় পরিপন্থি আইন প্রনয়ন প্রচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু মহাজোটের সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ও সিলেট মহানগর হিন্দু মহিলা মহাজোটের আহবায়ক ববিতা বর্মন ববি, সিলেট মহানগর হিন্দু মহাজোটের সভাপতি রজত চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন ঘোষ, সহ সভাপতি প্রভাষক মুকুল রঞ্জন দাস,প্রধান সমন্বয়ক শীতাংশু পাঠক সাবলু, সম্পাদক মন্ডলীর অন্যতম নেতা সমীরণ দাস,মিঠু দাস, জেলা হিন্দু মহাজোটের সমন্বয়ক অজিত চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সিলেট মহানগরের সভাপতি রুপক দেব সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী, সহ সভাপতি শ্রীবাস সেন গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ রাজ, তপু রায়, সাংগঠনিক সম্পাদক সনজিব পাল, প্রচার সম্পাদক জয় সেনাপতি, সদর উপজেলা যুব মহাজোটের সভাপতি চন্দন দেবনাথ, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট মহানগরের সভাপতি দ্বীপরাজ দাস দ্বীপায়ন, সাধারন সম্পাদক সৈকত ভট্টাচার্য সজীব,নির্বাহী সভাপতি ঋত্বিক দাস অর্থ সম্পাদক রবিন চক্রবর্তী, পিয়াস ভট্টাচার্য্য,,দপ্তর সম্পাদক অর্পণ বিজয় ভট্টাচার্য্য,ছাত্র মহাজোটের সদস্য প্রিতম দেব,নিলয় দাস সাগর দাস, পিকলু দাস,হ্রদয় বাবু দাস, শুভ্র দাস,কান্ত তালুকদার, দুর্জয় রায়, ধ্রুব কর, বিগ্গ এষ সহ বিভিন্ন ওয়ার্ডের যুব ও ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ