ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বড়লেখায় ভ্রাম্যমাণ আদলতের পৃথক অভিযানে ১৭ জনের জরিমানা; ১ জনের কারাদণ্ড

Screenshot 20230601 214909 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ১৭ জন মোটরসাইকেল আরোহিকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। এছাড়া বুধবার রাতে পৌরশহরের বারইগ্রাম এলাকায় গাঁজা বহন ও সেবনের দায়ে নাজির আহমদ নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, সড়ক পরিবহন আইনে ১৭ মামলায় ১১ হাজার ৫০০ টাকা এবং এর আগে বুধবার রাতে এক যুবককে গাঁজা বহন ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা জরিমানা করেছে। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ