ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

IMG 20230601 WA0026 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে আট টায় সিলেট জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সু-সজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে সকাল ১০ টায় পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানসহ সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ। সভায় জেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
দুপুর সাড়ে ১২ টায় জেলা পুলিশ লাইন্সের হলরুমে মাসিক অপরাধ সভা অনুষ্টিত হয়। এতে মে-২০২৩ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মে-২০২৩ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন পুলিশ সুপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ