ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেট ওসমানী হাসপাতালে ‘কক্লিয়ার ইমপ্লান্টের’ মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন 

IMG 20230531 WA0081 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্টের স্থাপনের মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন, যার অধিকাংশই শিশু। বুধবার ( ৩১ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলন ও ইমপ্লাটি সমাবেশে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ওসমানি মেডিক্যাল কলেওজের নাক-কান-গলা বিভাগের প্রধান ডা. মনিলাল আইচ।

সভায় জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ঢাকার বাইরে সিলেটে কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের যাত্রা শুরু হয়। গত ২০২২ সালে ২৫ মে সিলেটে প্রথমবারের মতো জন্মবধির এক শিশুর কানে সফল অস্ত্রপচারের করা হয়। এ চিকিৎসা পদ্ধতি জটিল ও ব্যয়বহুল। এক একটি কক্লিয়ার ইমপ্লাট ডিভাইসের দাম ৬ থেকে ১৪ লক্ষ টাকা। সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধি শিশুদের জন্য ব্যয়বহুর কক্লিয়ার ইমপ্লাট বিনামূল্যে বরাদ্দ প্রদান করা হয়। বর্তমানে সিলোট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন দক্ষ কক্লিয়ার ইমপ্লাট সার্জন আছে। যা এ প্রতিষ্ঠানে বিরাট অর্জন।

এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, এ প্রকল্প কর্মসুচীর আওতায় অনেক শিশু স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। যে বাবা-মা তার প্রিয় সন্তানের মুখে কোনদিন মা-বাবা ডাক শুনতে পায়নি তারা তাদের জীবনে মা-বাবা ডাক শুনতে পেয়েছে। এটা বিরাট আনন্দের। তিনি আরো বলেন, আমরা এই হাসপাতালের মাধ্যমে জনগণকে উন্নত চিকিৎসা সেবা দিতে চাই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাইরের একটি শক্তি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালকে ব্যবসার কেন্দ্রস্থল বানাতে চায়। আর এ জন্য মাঝেমধ্যে অনাকাঙ্খিত ঘটনার জন্ম হয়। আমরা এই হাসপাতালে চিকিৎসার পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

সভায় আরো বক্তব্য রাখেন- এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. মুজিবুল হক, ডা. সৌমিত্র চক্রবর্তী, প্রজেক্ট ডাইরেক্টর ডা. নুরুল হুদা নাঈম ও ডা. নুরুল ইসলাম প্রমুখ।সমাবেশে উপকারভোগী শিশুরা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কক্লিয়ার ইমপ্লাট বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয় ও কক্লিয়ার ইমপ্লাট স্থাপনের এক বছর পূর্তিতে কেক কেটে উদযাপন করে উপস্থিত সুধীজন ও অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ