ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে ৪ শিশুকে বেঁধে শাস্তি, গ্রেপ্তারকৃত ৩ জন কারাগারে

মাধবপুরে ৪ শিশুকে বেঁধে শাস্তি, গ্রেপ্তারকৃত ৩ জন কারাগারে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈঞ্চবপুর গ্রামে ৪ শিশুকে দড়ি দিয়ে বেঁধে শাস্তি দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলেন উপজেলার বৈঞ্চবপুর গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি চালক আক্তার হোসেন (২২), একই গ্রামের আব্দুর নূরের ছেলে আব্দুল হক (৪৫) এবং মাতবর আসাদ আলী (৪৮)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল কাদির জানান, বৈঞ্চবপুর গ্রামের আনোয়ার আলী ফকিরের দায়ের করা মামলায় শিশু নির্যাতন আইনে ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় বৈঞ্চবপুর গ্রামের ৪ শিশু সিএনজিচালিত অটোরিকশায় উঠে দুষ্টুমি করায় চালক আক্তার হোসেন তাদেরকে রশি দিয়ে বেঁধে শাস্তি দেন। গ্রামের সালিশ বৈঠকে ওই শিশুদের পরিবারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। শিশুদেরকে রশি দিয়ে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

খবর পেয়ে পুলিশ রোববার সকালে অভিযুক্ত ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের সোমবার সকালে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। আদালতের নির্দেশে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ