ইউকে শনিবার, ৫ জুলাই ২০২৫
হেডলাইন

সন্ত্রাসী হামলায় আহত আ’লীগ নেতা পাপ্পুকে দেখতে হাসপাতালে আনোয়রুজ্জামান

Screenshot 20230529 022656 AndroVid - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুকে দেখতে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার দিবাগত রাত ১২ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এই নেতাকে দেখতে যান তিনি।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার রাত ১০ টার দিকে সিলেট নগরীর শাহী ঈদগাহ আল্লাহ পয়েন্টের সামনের দাড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এসময় হঠাৎ চার/পাঁচ জন যুবক এসে অতর্কিত হামলা চালায় । এসময় তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহত আমিনুর রহমান পাপ্পুর ওসমানী হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আম্বরখানা ফাড়ি ইনচার্জ মফিজুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ