ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে লালদিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

03 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট নগরের লালাদিঘীর পাড় এলাকায় লালাদিঘীর পানিতে ডুবে হাবিবা (৭) তাইবা (৭) দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা ওই এলাকার কলোনীর স্থানীয় শাহজাহান আজিজের কলোনীর বাসিন্দা দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা এবং হাবিবা রিকশা চালক মামুন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকাল ৩টা্র দিকে শিশু দু’টি নিখোঁজ হয়। তাদের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যার দিকে পুকুরে শিশু দু’টির মরদেহ ভেসে ওঠে।তখন স্থানীয়রা শিশু দু’টির নিথর দেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদকে মোবাইল ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয়রা অভিযোগ করেন, দিঘীটির চারপাশে রেলিং না থাকায় প্রায় সময় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে আসছে।শিশুরা খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। তাই দিঘীটির চারপাশে রেলিং করার দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ