ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে দুই বন্ধু গাঁজাসহ আটক

348356799 306344271719087 7491544593574948687 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী চলমান অভিযানে দুই বন্ধু ১০কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ছয়শ্রী এলাকার আব্দুর রহিমের পুত্র কাউছার মিয়া (৩০) একই এলাকার তার ঘনিষ্ঠ বন্ধু তোফাজ্জল মিয়ার পুত্র মোক্তার হোসেন (২৭)। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (২৭ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক অজিত কুমার তালুকদার সহ একদল পুলিশ আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর বিএমএলবি নামক এলপিজি গ্যাস পাম্প এলাকায় অভিযান চালিয়ে দুই বন্ধুকে আটক করেন। এসময় গাঁজা পরিবহনের হিরো গ্লামার মোটরসাইকেল সহ ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের আরেক সহযোগী পালিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ৩০ কেজি গাঁজা সহ এক দম্পতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর হয়েছে।

এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি রাশেদুল হক জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ