ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

গাজীপুরে বিজয়ী কাউন্সিলরদের সিংহভাগই আ’লীগের

Screenshot 20230526 172925 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হলেও, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে অধিকাংশ বিজয়ীই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

‌‌এ নির্বাচনে বিএনপির রাজনীতিতে জড়িত একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অপর একজন প্রার্থী দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও, শেষ পর্যন্ত মাঠে থেকে বিজয়ী হয়েছেন।

আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড রয়েছে ৫৭টি। এর মধ্যে মাত্র ১০টিতে জয় পেয়েছেন বিএনপির বিভিন্ন পদে থাকা ও বিএনপির রাজনীতিতে জড়িত প্রার্থীরা।

নগরের বাকি প্রায় সবগুলো ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরগণ আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। মেয়র পদে দলীয় প্রার্থী হেরে গেলেও, কাউন্সিলর পদে অধিকাংশই বিজয়ী হওয়ায় তারা আনন্দিত।

তারা বলছেন, সবসময় জনগণের পাশে থাকায় এবং আওয়ামী লীগের ঘাঁটি বলেই এখানে বেশিরভাগ ওয়ার্ডে তারা জয়ী হয়েছেন।

নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রেক্ষিতে বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। তাদের দলে থাকা প্রার্থীর ২২ জনকে বহিষ্কারও করা হয়। এরপরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির একজনসহ ১০ জন কাউন্সিলর জিতে গেছেন।

বিএনপির জয়ী প্রার্থীরা বলছেন, জনগণের আবেগ ও ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা নির্বাচনে লড়েছেন এবং বিজয়ী হয়েছেন।

তবে এর মধ্যে আবার দুয়েকজন কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তারাও নগরের উন্নয়ন ও সেবা কার্যক্রমে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে মনে করছেন।

নির্বাচনে জয়লাভ করে রাতেই আনন্দ-উল্লাস করেন বিজয়ীরা। সকাল থেকেই তাদের বাড়িতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো আর মিষ্টি খাওয়ানোর ধুম পড়ে।

সিটি কর্পোরেশন নির্বাচনে নগরের ৫৭টি ওয়ার্ডে মোট ২৭৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং ১৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৯ জন নির্বাচনে লড়ছেন। নারী প্রার্থীদের মধ্যে মাত্র দুইজন ছিলেন বিএনপির। বাকি প্রায় সবাই আওয়ামী লীগের।

বিজয়ী মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলগণ আগামী দিনে নগরবাসী ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করে যাবেন বলে সবাই আশা করছেন। তথ্যসূত্র-একাত্তর টিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ