
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে ৭০ বছর বয়সে মেয়র নিবাচিত হন জায়েদা খাতুন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল::-
সর্বমোট কেন্দ্র – ৪৮০ ভোট কেন্দ্র।
প্রাপ্ত কেন্দ্র ফলাফল – ৪৮০ ভোট কেন্দ্র।
আজমত উল্লা খান (নৌকা) – ২,৭১,০৭৭
জায়েদা খাতুন (ঘড়ি) – ২,৮৮,০০৭
ফলাফলঃ- ১৬৯৩০ ভোটে জায়েদা খাতুন (ঘড়ি) বিজয়ী।