
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী মো. ছাইদুর রহমান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করছেন।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে তিনি মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হলে অবশ্যই ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে কাজ করব। ২০ নম্বর ওয়ার্ডে যে সকল সমস্যা রয়েছে তা চিহিৃত করে সমাধান করা হবে। ওয়ার্ডের সর্বস্থরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটাতেই আমাকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনে বিজয়ের মাধ্যমে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম শুরু করব। নির্বাচনী কার্যক্রমে তিনি সকলের সহযোগিতা ও দুআ কামনা করেন।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী আমিনুর রহমান পিন্টু, সমর্থনকারী রহিম বক্্র, আলম, আতাউর রহমান রজব, ফরহাদ আহমদ, সিরাজুল ইসলাম ফটিক আব্দুর রহমান, আব্দুর রব প্রমুখ।