
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র ২৮ দিন বাকি। এরইমধ্যে শেষ হলো মনোয়নয়নপত্র জমাদানের পর্ব। মঙ্গলবার (২৩ মে) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন বিকাল ৪টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৬৬টি মনোনয়নপত্র সংগ্রহের ৩৮৭টি মনোনয়নপত্র জমা হয়েছে।
এরমধ্যে মেয়র পদে ১১ জনের সকলেই মনোনয়নপত্র দাখিল করেছেন। আর সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে ৯৪ জন মনোনয়ন পত্র কিনলেও জমা দিয়েছেন ৮৯ জনে এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬২ জনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে ২৮৭ জনে মনোয়নপত্র দাখিল করেছেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিটার্নিং অফিসার ও ওয়ার্ড ভিত্তিক সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নি অফিসারদের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।