ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

২০ মে কে ‘চা শ্রমিক অধিকার’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দাও: চা শ্রমিক ফেডারেশন

CHA SHROMIK FEDARATION PHOTO 01 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০২তম বার্ষিকীতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২০মে) সকালে আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক রত্না বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর ও প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সদস্য ময়না কর্মকার, নিপা মোদি, কার্তিক, লাবনী বসাক, নরেন দাশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর আনোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর বলেন, বৃটিশ মালিকদের প্রতারণা-বঞ্চনা-শোষণের রিরুদ্ধে দীর্ঘ সময় নিয়ে গড়ে উঠে এক ঐতিহাসিক আন্দোলন, যা ‘মুল্লুক চলো’ আন্দোলন নামে পরিচিত। মুল্লুক চলো আন্দোলনের ১০২তম বার্ষিকী যখন পালিত হচ্ছে এরই মধ্যে বৃটিশ-পাকিস্তানি শাসনের অবসান হয়ে স্বাধীনতার ৫২বছর অতিবাহিত হলেও চা শ্রমিকদের বঞ্চনার অবসান হয়নি।

চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল বলেন, প্রতিবছর ২০ মে ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি জানান। সেই সঙ্গে সবেতন ছুটি, সম্পূর্ণ বকেয়া পরিশোধ করে দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণসহ ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল (১৯মে) ঢাকায় পল্টন মোড়ে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ২১মে রবিবার মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়াও আজ বাগানে বাগানে ২০ মে স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ