
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর থানা নামের ফেসবুক আইডির পোস্ট দেখে স্বজনেরা এসে লাশ শনাক্ত করার পর লাশটি তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।এর আগে পিবিআইর লোকজন এসে লাশের ফিংগার প্রিন্ট নিয়ে যান। জানা যায়, গত (১৭ মে) রাত ১২ টার পরে কে বা কারা এক অজ্ঞাত পরিচয় রোগীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতাল কর্তপক্ষ ওই রোগীকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ মে) সকালে রোগীর মৃত্যু হয়।
খবর পেয়ে পিবিআই হবিগঞ্জ অফিস থেকে লোকজন এসে মৃত ব্যক্তির ফিংগার প্রিন্ট নিয়ে যান।এদিকে মাধবপুর থানা নামের ফেসবুক আইডি থেকে মৃত ব্যক্তির ছবি দিয়ে পোস্ট করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।ফেসবুক পোস্টটি নজরে আসে মৃত ব্যক্তির স্বজন পরিজনের।তারা লাশ নেওয়ার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।শনিবার সন্ধ্যায় পুলিশ লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।মৃত ব্যক্তির নাম ফালু মিয়া(৬০)।
ফালু মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাহাড়কান্দি গ্রামের জাহের মিয়ার পুত্র বলে জানিয়েছেন তার ভাই শাহজাহান মিয়া।লাশ নিতে আসা ফালু মিয়ার পুত্র বাইজিদ মিয়া জানান,তার পিতা মানসিক ভারসাম্যহীন ছিলেন।প্রায় সময়ই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ১৭ মে রাত ১২ টার দিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন লোক তাকে নিয়ে এসেছিলেন।তিনি কথা বলতে পারছিলেন না। বাইজিদ ফেসবুক মাধবপুর থানা আইডিতে দেওয়া পোস্টের মাধ্যমে তার পিতার লাশ শনাক্ত করতে পারায় মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।