ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে দক্ষিণ অঞ্চলের নেতা কর্মীদের সাথে মত বিনিময়

FB IMG 1684433473241 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র দক্ষিণ অঞ্চলের ১০টি ওয়ার্ডের ৩৮ টি সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভায় দক্ষিণ অঞ্চলের ৩৮ টি সেন্টারে নৌকাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী কার্যালয়ে সেন্টার কমিটির সভা বৃহস্পতিবার (১৮ মে) দক্ষিণ সুরমাস্থ আনোয়ারুজ্জামান চৌধুরী’র নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান।

এ সময় দক্ষিণ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান নেতা কর্মীদের বিভিন্ন নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে আরোউপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মো: মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন ও জেলা কৃষকলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ