ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বিভ্রান্তি নয়, নৌকাকে বিজয়ী করতে হবে: জগন্নাথপুরে নেতাকর্মিদের ডন

IMG 20230518 WA0002 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

তিনি বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের সমর্থনে উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন। সকালে আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন প্রবীন আওয়ামী লীগ নেতা মো.লেবু মিয়া ও পাটকুড়া বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসলাম উদ্দিন। দাওরাই বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা তৌরিছ মিয়া মাস্টার। সৈয়দপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ সালেহ আহমদ ছোটো মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য তেরাব মিয়া, আলীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, শ্যামারগাঁও গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মানিক মিয়া।

পথসভাগুলোতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা যুবলীগ সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি জনি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ হোসেন তানিন, সিলেট মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শাহ আলম প্রমুখ, পাইলগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তমিজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফতু মিয়া,সাবেক ইউপি সদস্য কানন মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ