ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামেয়া কাসিমুল উলুম দরগাহ’ মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) হুজুর আর নেই।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
জানাজায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৭ মে) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মাওলানা মুফতি মুহিব্বুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’ মাদ্রাসার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য।










