ইউকে শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

Screenshot 20230517 154855 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগং এলাকায় ট্রাক ও পিকআপের মুখামুখি সংঘর্ষের ঘটনায় ঘটে। এই দূর্ঘটনায় ঘটনাস্থালে ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো এক জন।

বুধবার (১৭ মে) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় এ ঘটনা ঘটে

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাটাগং নামকস্থানে জৈন্তাপুর অভিমুখে মুখে আসা ৫টি গরু বোঝাই এইচপিকআপ গাড়ীর সাথে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন এবং অপর একজন গুরুত্বর আহত হন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ