ইউকে রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী তিনদিন

Untitled 6 copy 4 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটসহ সারাদেশের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। একইসাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

বুধবার (১৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে রাজধানী ঢাকায় বুধবার সকাল থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়। মেঘে ঢাকা পড়ে আকাশ। সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি কমতে থাকে। এখন পরিষ্কার হচ্ছে আকাশ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জের মাওয়া ও জাজিরা এবং সিলেটে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর কুমিল্লা ও নোয়াখালীতে বৃষ্টি শুরু হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ