ইউকে রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

Screenshot 20230408 021909 Photo Editor - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) এবং মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)।

বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান করে জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিনজন কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। একটি গাছের ডাল সড়কে পড়ে ছিলো। তার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। পরে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ