গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শেখ নাজমুল হাসান অভিযান চালিয়ে কালারুকা এলাকায় ৪টি সিএনজি চালিত ফোরষ্ট্রোক ভর্তি চিনি আটক করেন। চোরাকারবারিরা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি সিএনজি-ফোরষ্ট্রোকে করে নিয়ে অন্যত্র ন যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে গাড়ি সহ চিনি আটক করতে সক্ষম হয়।
আটককৃত চিনির বর্তমান বাজার মুল্য প্রায় ২৪ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে । আটককৃত সিএনজি- ফোরষ্ট্রোক গুলোর মধ্যে ৩টিই নাম্বারবিহীন।একটি সিএনজি-ফোরষ্ট্রোকের নাম্বার হচ্ছে সুনামগঞ্জ ট-১১-৩২৫০।
চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দনগর-লক্ষীপুর গ্রামের মৃত মছকন্দর আলীর পুত্র শানুর আলী(৪০),গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-দক্ষিণ চাকলপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র মাসুক মিয়া( ৩৫) ও কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত কলমদর আলীর পুত্র কামাল উদ্দিনকে(২৬) আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ছাতক থানার এসআই শেখ নাজমুল হাসান বাদী হয়ে পলাতক কালারুকা ইউনিয়নের পুরাতন লম্বাহাটির বাসিন্দা রুনেল(২২) সহ ৪ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-১৬) দায়ের করেন। আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ ৩ জন আটক ও ৪ সিএনজি চালিত অটোরিকশা জব্দ করার বিষয় নিশ্চিত করেছেন।










