ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার:০১

জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার:০১
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের জৈন্তাপুর উপজেলা হতে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।  আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও জৈন্তাপুর মডেল থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩/০৫/২০২৩ তারিখ রাত ২২ঃ৩০ঘটিকার সময়  এসআই/হাফিজুর রহমান  এর নেতৃত্বে একটি চৌকস বসিয়ে  জৈন্তাপুর থানাধীন ০৪ নংদরবস্ত  ইউ পি এলাকায়  এক অভিযান পরিচালনা করে হারুনুর রশিদ @ বেশকম (৩৮) পিতা-মতিউর রহমান  সাং চাল্লাইন , থানা-জৈন্তাপুর  জেলা-সিলেটকে আটকপূর্বক তার  দেহ তল্লাশী করে ১৪৮ পিস  ইয়াবা  উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার মামলা নং ১৩ তারিখ ১৪/০৫/২০২৩ ধারা ২০১৮ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে আরো ৪ টি মাদক মামলা রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল বলেন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। এবং মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ