
ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক, ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় সাহিত্য আসরে অতিথির বক্তব্য রাখেন প্রাবন্ধিক শামসীর হারুনুর রশিদ, কবি আনোয়ার হোসেন মিসবাহ, মোবাইল পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, মোবাইল পাঠাগারের জীবন সদস্য ছয়ফুল আলম পারুল, কবি লিপি খান।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী, ছড়াকার কবির আশরাফ, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন, গীতিকার সাজিদুর রহমান, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কামাল আহমদ, তাপাদার জান্নাতুল জুহরা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি ফতহুল করিম।