ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিকৃবিতে ব্যাঙ সংরক্ষণ দিবস পালন

346107916 1005629420425473 2799193918534534624 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাস্তুসংস্থানে ব্যাঙের ভূমিকার কথা স্মরন করিয়ে দেয়ার মাধ্যমে ব্যাঙ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ১৫তম বার্ষিক ব্যাঙ সংরক্ষণ দিবস পালন করেছে সিকৃবির প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকার।

শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন ও অধিকার বঞ্চিত শিশুদের স্কুল পাঠশালা একুশে’র শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে প্রাধিকার। দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মুল সড়ক হয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসির) সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে পাঠশালা একুশের শিক্ষার্থীদের নিয়ে টিএসসিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রাধিকারের সাংগঠনিক সম্পাদক তুষার কান্তির সঞ্চালনায় আলোচনা সভায় ব্যাঙের জীবনচক্র, প্রয়োজনীয়তা, সংরক্ষণের গুরুত্বের উপর অনলাইন উপস্থাপন করেন প্রাধিকারের জনসংযোগ বিষয়ক সম্পাদক জিহাদ আহমেদ। উপস্থাপনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

প্রধিকারের সাধারণ সম্পাদক আরিজ আহমেদ সাদ বলেন, ব্যাঙ অন্যান্য প্রাণীদের মধ্যে একটি বিপন্নপ্রায় প্রাণি। আগে গ্রাম বাংলায় বৃষ্টির পরে ব্যাঙের ডাকে মানুষের ঘুম ভেঙ্গে যেত। এখন ব্যাঙের ডাক সেভাবে শুনা যাচ্ছে না। বর্তমানে ঢাকাসহ যে বিভাগীয় শহরগুলো আছে সেখানে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, পোকামাকড়ের উপদ্রব হচ্ছে, ফসলের জমিতে প্রচুর পরিমাণে কৃটনাশক ব্যাবহার হচ্ছে। যখন একসময় প্রচুর ব্যাঙ ছিলো তখন এই কিটনাশকগুলো লাগতো না। এখন কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হচ্ছে মশা নিয়ন্ত্রণের জন্য। বাস্তুসংস্থান ধ্বংসের জন্য কি পরিমান কষ্ট সহ্য করতে হচ্ছে সেটা কিন্তু প্রমাণিত।ব্যাঙ সংরক্ষণ দিবস পালনের মাধ্যমে আমরা দেশবাসীকে এই তথ্য দিতে চাই যে আমাদের পরিবেশের বড় থেকে ছোট প্রাণী কোনটাই ফেলনা না। আমাদের পরিবেশ রক্ষায় তাদের গুরুত্ব অপরিসীম।

প্রাধিকারের সভাপতি কানন তালুকদার বলেন, আজকে আমরা প্রাধিকার ও পাঠশালা একুশ মিলে বিশ্ব ব্যাঙ সংরক্ষন দিবস পালন করেছি।পাঠশালা একুশ মূলত কাজ করে থাকে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে। প্রাধিকারের আজকে আমাদের অনুষ্ঠানটা ছিলো শিক্ষাথীদের মাঝে ব্যাঙ বিষয়ক সচেতনতা, ব্যাঙ সংরক্ষণে সচেতনতা ছড়িয়ে দেয়া। আপনারা জানেন যে যদি জাতি গঠন করতে হয় তো ছোটদের প্রথমে সব কিছু যদি আমরা শিখিয়ে তুলি তাহলে তারাই কিন্তুু আমাদের পরিবেশকে রক্ষা করে থাকবে। প্রাধিকার এই জিনিসটাকে মাথায় রেখে আজকে পাঠশালা একুশের সাথে মিলে ব্যাঙ সংরক্ষন দিবসটি উদযাপন করে। আজ আমাদের উদ্দেশ্য ছিল ব্যাঙ সম্পর্কে সচেতনতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া ও এর মাধ্যমে তাদের আশে পাশের পরিবেশেও ছড়িয়ে দেয়া।

এসময় প্রাধিকারের বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য, পাঠশালা একুশে’র সাধারণ সম্পাদকসহ পাঠশালা একুশে’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ২০১৫ সালের রেড লিস্ট বা লাল তালিকা অনুসারে, বাংলাদেশে ৪৯ প্রজাতির ব্যাঙ রয়েছে। এর মধ্যে ১০ প্রজাতির ব্যাঙ রয়েছে বিপন্ন অবস্থায়। জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়ের কারনে বিপন্ন প্রজাতির তালিকা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যাঙ সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর এপ্রিলের শেষ শনিবার বিশ্বব্যপী ব্যাঙ সংরক্ষণ দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে ‘সেভ দ্যা ফ্রগস’ ফাউন্ডেশনের সহায়তায় দিবসটি পালন করে আসছে প্রাধিকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ