ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

344287934 167312709335859 7419022198521485601 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। আটকৃত দুইজন ব্রাহ্মণবাড়িয়া সদরের পাগাছং মধ্যপাড়ার মৃত হোসেন আলীর ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৪০) ও মেয়ে মোছাঃ জৈগন বেগম (৬০)।

জানাযায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ সাচনা বাজার লঞ্চঘাট থেকে সাচনা টু ভৈরবগামী মেসার্স হাজী আব্দুল গনি ওয়াটার ট্রান্সপোর্ট নামক লঞ্চে অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্বার করে।

আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকটে থাকা ১টি ট্রলি ব্যাগ ও ১টি কাপড়ের তৈরি ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রক্ষিত ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সংগ্রহ করে ময়মনসিংহ জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ