ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২ 

FB IMG 1683959255231 - BD Sylhet News


ইউকে বাংলা অনলাইন ডেস্ক :
খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিবনগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন।

পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, যাত্রীবাহী ভ্যানটি বাঁচাতে গাড়িটি পুকুরে পড়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ