ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে স্কুল থেকে বাড়ি  ফেরার পথে ৩ ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আহত শিক্ষার্থীরা হচ্ছে-  উপজেলার সীমান্ত এলাকার  চিমটিবিল খাসপাড়া গ্রামের শাহিন মিয়ার কন্যা শামীমা(১১) একই এলাকার জসিম মিয়ার কন্যা সুবর্না আক্তার(১২), আইয়ুব আলীর কন্যা সুলতানা (১২)। তারা উভয়েই ওই এলাকার চিমটিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনীর শিক্ষার্থী।

এঘটনায় চুনারুঘাট থানায় এক ছাত্রীর মা সাফিয়া খাতুন বাদী হয়ে মোঃ স্বপন মিয়া সহ ৩ জনের নাম উল্লেখ করে রাত সাড়ে ১০ টায় অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টায়  উপজেলার সীমান্তের চিমটবিল খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রীদের অভিভাবকরা জানান, পূর্বে বিরোধের জের ধরে  বৃহস্পতিবার বিকেল ৪ টায়  স্কুল  ছুটি শেষে বাড়ী ফেরার পথে  স্বপনের বাড়ির সামনে চলার পথে স্বপন সজিব সহ তার লোকজন গতিরোধ করে শিক্ষার্থীদের মারপিট করে।  তাদের  শোর চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের কবল থেকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ৯ টায় চুনারুঘাট উপজেলা সাস্থ্যকমপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, স্কুল ছুটির পর তিন ছাত্রীকে মারপিটের ঘটনা স্কুলের শিক্ষিকা জানিয়েছেন তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে। স্কুলের প্রধান  শিক্ষিকা তাপসী  জানান, তাদের পারিবারিক বিরোধ নিয়ে  স্কুল ছুটির পর  পথে বাচ্চাদের মেরে জখম করেছে । ঝামেলা তো দুই পরিবারের  সঙ্গে ছিল কিন্তু বাচ্চাদের মারল কেন। বিষয়টি আমি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সহ কর্তৃপক্ষকে জানিয়েছি।

চুনারুঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মহসিন  আহমেদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে  যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ