ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে বড়লেখার হাবিব রহমান বিপুল ভোটে নির্বাচিত

IMG 20230511 WA0030 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন গ্রামতলার কৃতি সন্তান সাবেক ফুটবলার হাবিব রহমান লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলরপদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

গত ৪ মে লন্ডনের সাউথ কেস্টেভেন ডিস্ট্রিক্টের কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হন। তিনি লিবারেল ডেমোক্রেট পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজ এলাকায় স্থানীয় সরকার এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন।

জানা যায়, তিনি লন্ডনের স্ট্যামফোর্ড স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে বেশ সুপরিচিত সাবেক কৃতি ফুটবলার হাবিব রহমান মরহুম মুহিবুর রহমান (লন্ডনী)’র বড় ছেলে তিনি সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের চেয়ারম্যানসহ বিভিন্ন ক্রীড়া-সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তাছাড়া তিনি নিরবে নিভৃতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গৃহ নির্মাণ, টিউবওয়েল প্রদানসহ মানবিক কল্যাণে মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ অব্যাহত রেখেছেন।

এদিকে হাবিব রহমানের এ বিজয়ে লন্ডনে বাঙালী কমিউনিটিতে আনন্দ উৎসব বইছে, তাকে বিভিন্ন দাতব্য সংস্থা ফুলেল শুভেচ্ছা প্রদান করছে এছাড়াও তার নিজ এলাকা বড়লেখায় এই খুশির সংবাদে উৎসবের আমেজ বইছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশ-বিদেশের সূধী-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ