ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

ঢাবির ভর্তি পরীক্ষায় শাবির উপকেন্দ্রে অংশ নিচ্ছে ৩০৫১ জন

335092100 544132957823514 3068522518500398929 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে ৩ হাজার ৫১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক।

তিনি বলেন, ইতিমধ্যে আমাদের সিটপ্ল্যান সম্পন্ন হয়ে গেছে এবং এই পরীক্ষা আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি শিক্ষাভবনে(এ,সি,ডি ও আইআইসিটি) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৬ মে ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি উপকেন্দ্রে ১৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এছাড়াও আগামী শনিবার (১৩ মে) ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ