
গ্রেফতাররা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের হযরত আলীর ছেলে বিপ্লব হোসেন, আব্দুস সালামের স্ত্রী ইরানি সুলতানা, আনন্দবাস গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সলিম উদ্দীন ও আনন্দবাস গ্রামের আরজুল্লাহর ছেলে জুলফিকার মল্লিক।
ওসি মেহেদী রাসেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ জুলফিকারকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের পৃথক টিম একই গ্রামে অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
আটক জুলফিকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।