স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়ার ডালিম উদ্দিনের মুদি দোকান ও গ্যারাজে থাকা দুটি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
গ্যারেজে থাকা সিএনজি অটোরিকশা দুটির মধ্যে একটির মালিক শীলঘাট গ্রামের জয়নাল আহমদ ও আরেকটির মালিক একই গ্রামের হুরমত আলী।
দোকান মালিক ডালিম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ফজরের সময় আগুন লেগেছে। তিনি আরো বলেন, বিদ্যুতের শট সার্কিট বা সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।










