সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। সংবর্ধিত ও বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা সমবায় কর্মকর্তা লিপী রাণী দাস, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ প্রেসক্লারেব সাবেক সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, দপ্তর সম্পাদক মহসিন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, জামালগঞ্জ সদর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, হাম্মাদ গাজীনগরী ফাউন্ডেশনের সভাপতি মো: আলতাফুর রহমান, জামালগঞ্জ কিন্ডারগার্টেন এর অভিভাবক সদস্য এম আল-আমিন, কালীপুর নেছারিয়া মাদ্রাসার শিক্ষক মো: নুরুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইউএনও বিশ্বজিত দেব একজন দক্ষ অফিসার হিসেবে জামালগঞ্জের সকল মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে মানব সেবায় নিয়োজিত ছিলেন। প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছেন।
বিদায়ী নির্বাহী অফিসার বলেন দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি। কাজ করতে অনেক সময় ভুল হয়ে থাকে। আপনারা আমাকে যেভাবে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করেছেন, সেই ভাবে আমার জন্য দোয়া করবেন। যেন সব সময় মানুষের সেবা করতে পারি। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের পরবর্তী কর্মস্থল সিলেট সিটি করপোরেশনের ‘প্রধান সম্পত্তি কর্মকর্তা’ ও মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদকের পরবর্তী কর্মস্থল ‘মৎস্য কর্মকর্তা’ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়।
সবশেষে বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাকে জামালগঞ্জ প্রেসক্লাবের সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।










