ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মুক্তি রানীর ঘাতকের ফাঁসির দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

মুক্তি রানীর ঘাতকের ফাঁসির দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মুক্তি রানী বর্মণকে বখাটে মোঃ কাওছার মিয়া কর্তৃক কুপিয়ে হত্যার ঘটনায় এবং গ্রেপ্তারকৃত কাওছারের ফাঁসির দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু পরিষদ,যুব পরিষদ এবং বাংলাদেশ ক্ষত্রিয় বর্মণ সম্প্রদায় ইতিহাস অনুশীলন ও কল্যাণ পরিষদ সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের আলতাব উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহন করেন। মুক্তি রানী নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

সুনামগঞ্জ জেলা হিন্দু পরিষদের সভাপতি বিকাশ রঞ্জন সরকারের সভাপতিত্বে ও যুব পরিষদের সভাপতি অমর চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায়,বাংলাদেশ সনাতন পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক শিক্ষাবিদ গৌরাঙ্গ চক্রবর্তী,যুগ্ম সাধারন সম্পাদক উদয় রায়,পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,জেলা উদীচীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,সুনামগঞ্জ জেলা হিন্দু পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব রায়,যুগ্ম সাধারন সম্পাদক পীযূষ চক্রবর্তী,সজীত চন্দ, বাংলাদেশ ক্ষত্রিয় বর্মণ সম্প্রদায় ইতিহাস অনুশীলন ও কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক গৌরাঙ্গ বর্মণ,সুধীর চন্দ্র বর্মণ,বীর লাল বর্মণ,অসিম চন্দ্র বর্মণ,ভজন চন্দ্র সেন,সুবোধ বর্মণ,এড. রতিশ চন্দ্র বর্মণ,প্রিতুষ বর্মণ,সুনামগঞ্জ জেলা হিন্দু যুব পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় আচার্য্য,দিলীপ চক্রবর্তী,তুর্য দাস রায়,বিধান বণিক,বিপুল চক্রবর্তী,রনধীর দাস,রেন্ট দাস,কানন দাস,রুবেল চক্রবর্তী,বিপ্লব দাস, প্রাণগোপাল দেব,মলয় তিবেদী,রাজিব রায়,শ্যামল সরকার প্রমুখ।

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই বখাটে মো. কাওছার মিয়া সাংস্কৃতিমনা দশম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি রানী বর্মণকে স্কুল থেকে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এই ঘটনাটি মুক্তি তার পরিবারের অভিভাবকদের জানানোর পর তারা ঘটনাটি বখাটের পিতামাতাকে জানালে সে আরো বেপরোয়া হয়ে উঠে এবং গত ২রা মে মুক্তি রানী বর্মণকে স্কুলের পাশে রাস্তায় পেয়ে ধাঁরালো অস্ত্র দিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ