ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার(৭ মে) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন, নবনিযুক্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. জহীর উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










