ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

শাবির নতুন ছাত্র উপদেষ্টা ড. রাশেদ তালুকদার

শাবির নতুন ছাত্র উপদেষ্টা ড. রাশেদ তালুকদার
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। রোববার (৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এরই পরিবর্তে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ