ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বিয়ানীবাজারে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Screenshot 20230507 155209 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিয়ানীবাজারে ১০ (দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তৌহিদ আলীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক -নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেট জেলা পুলিশ। বিভিন্ন পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশ সিলেট অধিক গুরুত্ব দিয়ে আসছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সংঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, আজ রবিবার (৭ মে) মধ্যরাতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই অঞ্জন কুমার দেব নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের গড়র বন্দ গ্রামের মো. নিজাম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি তৌহিদ আলীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলার (মামলা নং ৮) ১০ বছরের সাজাপ্রাপ্ত ও দশ হাজার টাকা জরিবানা প্রদান করেন বিজ্ঞ আদালত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামী তৌহিদ আলীকে আজ রবিবার গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন পলাতক ছিল। আটককৃত আসামি আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ