ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ই মে) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতভর অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, কাছিশাইল গ্রামের আবু ছায়েদ (৩৬), ক্রোসরোড পৌরসভার মো: শিপন মিয়া (২৮), ইকরতলীর সোহাগ মিয়া প্রকাশ সোহাগ(২২), শ্রীরামপুরের মোঃ সুজন মিয়া(৩০), কালামন্ডলের মোঃ আঃ মালেক রাব্বী(৩৪)। গ্রেপ্তার অভিযানে ওসি রাশেদুল হকের নেতৃত্বে অংশগ্রহণ করেন থানার এসআই লিটন রায়, এএসআই উত্তম কুমার ঘোপ, এএসআই সুবীর, এএসআই আবু হান্নান, এএসআই মোফাজ্জল হোসেন, এএসআই মনির হোসেন সহ একদল পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযান অব্যাহত আছে।










