তিনি শুক্রবার (৫ মে) সকাল ১১টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “সবাই বৃক্ষরোপণ করি, নির্মল সবুজ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও জনসচেতনতার উদ্দেশ্যে সিলেট বিভাগের চার জেলা ‘সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার’ এ সাইক্লিং অভিযাত্রা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ডা: আরমান আহমদ শিপলু পৃষ্টপোষকতায় ও সেঞ্চুরিয়ন রাইডার্স এর আয়োজনে এবং কামরান আসমা হেলথ্ কেয়ার সার্ভিস এর সৌজন্যে এই সাইক্লিং অভিযাত্রা এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মারুফ সারওয়ার, শাকিল আহমদ, সুপ্রিয় পাল, সুব্রত, কমলেশ, সৈয়দ রাকিব, ফয়েজ, আকাশ সিং, রনি, জিলানি প্রমুখ।










