ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

শেখ মখন মিয়া স্মরণে দোয়া মাহফিল

শেখ মখন মিয়া স্মরণে দোয়া মাহফিল
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভেজেটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নোওয়াব আলী সবজী মার্কেটের যৌথ উদ্যোগে মরহুম আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (৪ মে) বাদ এশা ভেজেটেবল মার্কেট ট্রেড সেন্টার এর কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে ভেজিটেবর মার্কেট ট্রেড সেন্টার এর সভাপতি মোঃ ছাদ মিয়ার সভাপতিত্বে ও ভেজিটেবল মার্কেট কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আলেক মিয়ার পরিচালানায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মার্কেটের জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল আহাদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাজী নোওয়াব আলী সজবী মার্কেটের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হুসাইন, ভেজিটেবল মার্কেটের সাধারন সম্পাদক মোঃ রাজু আহমদ, হাজী নোওয়াব আলী সজবী মার্কেটের সাধান সম্পাক কাজী বুরহান উদ্দিন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আতিকুর রহমান জেলার  সহ সভাপতি মুফতি মোঃ নেহাল উদ্দিন, শেখ মোঃ মুনসুর আহমদ, শেখ মোঃ মাহবুবুর রহমান (মঞ্জুর), শেখ মোঃ মখসুদুর রহামন, মোঃ কয়ছর আলী, মোঃ আফরুজ মিয়া, মোঃ আং মান্নান, মোঃ খচরু মিয়া, মোঃ মাকুব হুসেন, মোঃ হারিছ মিয়া, মোঃ শফিক মিয়া, মোঃ মাসুদ আহমদ, মোঃ রাজু মিয়া, মোঃ নাহিদ আহমদ, মোঃ রুহেল আহমদ, মোঃ ফজলু মিয়া, মোঃ কবির মিয়া, আব্দুর রব। প্রমুখ

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ভেটিটেবল মার্কেট জামে মসজিদের খতিব, মাওলনা হাফিজ মোঃ আব্দুস সুকুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ