ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের মধ্যনগরে খালের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের সামনের খাল থেকে ওই প্রতিবন্ধী যুবকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় গ্রামবাসী। নিহত কিশোর হোসেন মিয়া ওই গ্রামের সাদ্দাম হোসেনের বড় ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে সাঁকো দিয়ে সুলেমানপুর গ্রামের খাল পার হওয়ার সময় কালবৈশাখীর কবলে পড়ে প্রতিবন্ধী কিশোর হোসেন মিয়া। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। আজ শুক্রবার সকালে গ্রামবাসী খালের মধ্যে ভাসমান অবস্থায় ওই প্রতিবন্ধী কিশোরের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, প্রতিবন্ধী কিশোর হোসেন মিয়ার লাশ উদ্ধার করে অপমৃত্যুর মামলা দায়ের করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।










