ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বাবার জানাজায় ছেলের মৃত্যু

FB IMG 1683230314151 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আব্দুর রশিদ সরকার (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এই জানাজায় অংশ নেয় তারই ছেলে শহিদুল ইসলাম (৫০)। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদয় বিদরক এ ঘটনাটি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পুর্ব শ্রীরামপুর গ্রামে ঘটে।

স্বজনরা জানায়, বুধবার (৩ মে) সকালের দিকে আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা গেছেন। রাত সোয়া ৯ টার দিকে মরহুমের জানাজায় অংশগ্রহণকালে তার ছেলে শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া বলেন, রশিদ সরকারের জানাজার সময় ও তার ছেলে শহিদুল ইসলাম মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে বাবার কবরের পাশে শহিদুল ইসলামকে দাফন করা হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ