ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দাফন সম্পন্ন

মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দাফন সম্পন্ন
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আমবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত ১২ টা ০৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৭’ছেলে, ৩’মেয়ে আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (৪ মে ) দুপুর ২’টায় উপজেলার আমবাড়ীয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

তার কফিননের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। জেলা পুলিশ একটি চৌকস দল সশস্ত্র সালাম ও গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় জানাজায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের ধর্মঘর ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ হোছাইন, এসআই মোঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা হুসাইন মিয়া, আব্দুর রহমান, সুলতান আহাম্মেদ, জারু মিয়া, ফুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ