ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটের বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে মাহমুদুল হাসানের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে মাহমুদুল হাসানের সৌজন্য সাক্ষাৎ
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিভিন্ন মাদ্রাসায় সফর ও উলামায়ে কেরামদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

বুধবার (৩ মে) সিলেটের দরগাহ মাদ্রাসা, কাজির বাজার মাদ্রাসা, সোবহানীঘাট মাহমুদিয়া মাদ্রাসা। সোবহানীঘাট কামিল মাদ্রাসা, খাসদবীর দারুস সালাম মাদ্রাসা, দারুল কুরআন মাদ্রাসা, হযরত আয়েশা সিদ্দীকা রা: মহিলা মাদ্রাসা সহ প্রসিদ্ধ মাদ্রাসাগুলো সফর করেন। মাদ্রাসার প্রিন্সিপালসহ আসাতিজায়ে কেরামদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বিশেষ করে দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিববুল হক গাছবাড়ী, ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন, সুবহানিঘাট কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কমর উদ্দিন চৌধুরী, কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা। দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, আয়েশা সিদ্দিকা রা মহিলা মাদ্রাসার প্রন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জ সহ বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় করা হয়। এসময় তাঁরা তারা তাঁকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। নির্বাচনে করায় প্রতিদ্বন্দ্বিতা ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সহ সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, জেলা সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, সাবেক মহানগর সভাপতি মুফতি ফখর উদ্দিন, জাললাবাদ থানা সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ